Top
সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২৯ জুলাই, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি :
দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।  শনিবার (৩০ জুলাই) থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। এবারের ভর্তি পরীক্ষায় কুমিল্লার ৯টি কেন্দ্রে মোট ১৮ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।
এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশল অনুষদের ডিন মো. সাইফুর রহমান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, কেন্দ্র গুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টিটিসি, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শালবন মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজসহ কুমিল্লার মোট ৯টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ‘ক’ ইউনিটে ৯ হাজার ১১ জন, ‘খ’ ইউনিটে ৪ হাজার ৯৯৮ জন এবং ‘গ’ ইউনিটে ৪ হাজার ৫৩ জনসহ সর্বমোট ১৮ হাজার ৬২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। যা বাকি ২২ টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় সর্বোচ্চ।
ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ থাকবে। পাশাপাশি কেন্দ্রের বাইরের নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনও কাজ করবে।
শেয়ার