Top
সর্বশেষ

বিশ্বম্ভরপুরে বীর মুক্তিযোদ্ধা আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২৯ জুলাই, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
বিশ্বম্ভরপুরে বীর মুক্তিযোদ্ধা আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার আজাদ (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বাদ জুমআ উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমড়িয়া গ্রামস্থিত ঈদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে গ্রামের কবরস্থানেই তাঁকে দাফন করা হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধার লাশের কফিনে ফুলেল শ্রদ্ধাসহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা বিনতে রফিক ও থানার পুলিশ দল। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর।

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ দুলাল,থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী,সাবেক সাধারন সম্পাদক দিলীপ বর্মণ,দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব হোসেন, সাবেক চেয়ারম্যান তারা মিয়া, এরশাদ আলী, যুবলীগ নেতা হুমায়ূন কবীর মৃধা ও কৃষকলীগ নেতা মরম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা মরহুমের নামাজে যানাজায় উপস্থিত ছিলেন।

পৃথক পৃথক বিবৃতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম আহমদ, থানা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদির ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল
বিশ্বম্ভরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বারকী শ্রমিকদের ন্যায় সঙ্গত আন্দোলনের অগ্রপথিক আব্দুস সাত্তার আজাদের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আজাদ। মৃত্যুকালে তিনি স্ত্রী সাবেক ইউপি সদস্যা আবেদা বেগম, ৬ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

শেয়ার