Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কুমিল্লার মাঠে সাইফ স্পোটিং ক্লাব ২-১ গোলে জয়ী

২১ জানুয়ারি, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
কুমিল্লার মাঠে সাইফ স্পোটিং ক্লাব ২-১ গোলে জয়ী
কুমিল্লা প্রতিনিধি :

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের খেলায় কুমিল্লার মাঠে সাইফ স্পোটিং ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেছে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। সাইফ স্পোর্টিং এর মোঃ আরিফুর রহমান খেলায় প্রথমার্ধের ৪৩ মিনিটে নিজ দলের পক্ষে প্রথম গোলটি করেন। এর মাত্র তিন মিনিট পরেই একই দলের নাইজেরিয়ান খেলোয়াড় জন ওকোলি দ্বিতীয় গোল করেন।

মোহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে দলের অধিনায়ক ওরিও নাগাতা দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করে সমতা আনার চেষ্টা করেন।

এর আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। দুপুরে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি প্রয়াত বাদল রায়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার