Top
সর্বশেষ

আ’লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি যোগদান

৩০ জুলাই, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
আ’লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি যোগদান
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা,ইউপি সদস্যসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।

শনিবার উপজেলার বালিপাড়া ইউনিয়ন জেপির ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সেপাইর নের্তৃত্বে মুক্তিযোদ্ধা ওইউপি সদস্য আঃ রশিদ,ইউপি সদস্য সেন্টু হাওলাদার, তাসলিমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার খান,সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সহ আওয়ামী লীগ ওসহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মীরা জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর এমপির একান্ত সচিব মেজবাহ উদ্দিন ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহীন হাওলাদারের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মাসুদ করীম ইমন, উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল,মোশাররফ হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন জেপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন।

জাতীয় পার্টি যোগদানকৃত ইউনিয়ন আওয়ামীলী গের যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর সেপাই জানান, দীর্ঘদিন আওয়ামী লীগ করেও দল থেকে কোন মূল্যায়ন পাই নি। অপরদিকে মহাজোটের শরীক জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু সবার জন্য কাজ করে। তাই আমরা আওয়ামীলীগ ছেড়ে জাতীয় পার্টি যোগদান করেছি।

শেয়ার