Top

রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁওয়ের জীম

৩০ জুলাই, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁওয়ের জীম
ঠাকুরগাঁও প্রতিনিধি :

আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে চিত্রাঙ্কনে প্রথম হলো ঠাকুরগাঁওয়ের তাসফিয়া জান্নাত জীম। সে বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ হয়ে ২৬ জুলাই রংপুর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

৮ জেলার সেরা প্রতিযোগীদের সাথে পুণরায় প্রতিযোগিতায় জীম তার মেধাশক্তিকে কাজে লাগিয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়। জীম জেলার পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। তার বাবা মো. জুয়েলও দেশ সেরা হয়ে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১১” অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তাসফিয়া জান্নাত জীমও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার বাবার মতো দেশসেরা হতে চায়।

অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা। সভাপতিত্ব করেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষার উপ পরিচালক মোঃ মোজাহিদুল ইসলাম।

শেয়ার