বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে দেশ স্বাধীন করার জন্য যে সব মুক্তিযোদ্ধারা ৭১ সালে জীবন বাজী রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ছিলো তাদের মধ্যে মাগুরার বীর মুক্তিযোদ্ধা মোনোয়ার রেজা অন্যতম একজন। দেশ স্বাধীন হওয়ার পর এ দেশে অনেকের ভাগ্য বদল হলেও মোনোয়ার রেজার কোন ভাগ্য পরবিতন হয় নি আজ ও। তিনি ভুমিহীন ও গৃহহীন অবস্থায় ভাঢ়াটে বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তিনি দুঃখ করে বলেন গৃহহীন মুক্তিযোদ্ধাদের পুর্বাসন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা পুনবাসন কমর্সুচি গ্রহণ করেছন। এই কমসুচির আওতায় মাগুরা জেলায় শতাধিক মুক্তিযোদ্ধাদের ঘর প্রদান করা হয়েছে।
এই কমসুচির আওতায় ঘর পেতে মোনোয়ার রেজা কয়েক বার আবেদন করলেও তার ভাগ্যে তালিকাভুক্ত হয়নি। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে তিনি ভারতে গমন করেন এবং বনগাও টালিখোলাা ইয়থ ক্যাম্পে যোগদান করেন। ষেখান থেকে নদীয়া হয়ে দেরাদুনা ক্যান্টনমেন্টে হাজির হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল এবং শেখ মনির ভাই ,শেখ মারুফসহ তারা একই সাথে এই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। প্র্রশিক্ষণ শেষে বাংলাদেশে প্রবেশ এবং বিভিন্ন স্থানে যুদ্ধে অংশগ্র্রহণ করেন।
মুক্তিযোদ্ধা আবুল খায়ের নেতৃত্বে মোনোয়ার রেজা একটি মুক্তিযোদ্ধা টিম গঠন এবং যুদ্ধকালিন কমানডার হিসাবে তিনি মাগুরা ফরিদপুর ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি দৈনিক বাংলা, বিচিত্রা ও সংবাদসহ বিভিন্ন পত্রিকায় চাকরি করেন। সরকারের দেওয়া মুক্তিযোদ্ধার ভাতা তিনি পেয়ে আসলেও গৃহহীন মুক্তিযোদ্ধাদের পুর্বাসন প্রকল্পে তিনি ঘর পাওয়ার জন্য কয়েকবার আবেদন করলেও অজ্ঞাত কারনে তার নাম তালিকা ভুক্ত হচ্ছে না।
তিনি আক্ষেপ করে বলেন আন্তজাতিক ক্ষ্যাতী সম্পন ক্রিকেট খোলোয়ার সাকিব আল হাসান তার আপন ভাতিজা, তিনি আপন বড় চাচার এই দূর দিনেও সহায়তার হাত বাড়িয়ে দেন নি। সবার অবঙ্গা ও অবহেলার পাত্র হয়ে তিনি এখন একটি জীন শীন ভাড়া করা বাড়ীতে পরিবরি পরিজন নিয়ে বসবাস করছেন। তিনি আক্ষেপের সাথে বলেন মাগুরা জেলা প্রশাসক মাগুরা জেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেলেও প্রকৃত একজন মুক্তিযোদ্ধা মোনোয়ার রেজা ভুমিহীন ও গৃহহীন হিসাবেই এখন ও ভবিষ্যেতের আশায় বসবাস করে চলেছেন।