Top
সর্বশেষ

সাত মাসে কোরআনে হাফেজ হলেন তারেক

৩১ জুলাই, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
সাত মাসে কোরআনে হাফেজ হলেন তারেক
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের নাজমুল হাসান তারেক ৭ মাসে কোরআনে হাফেজ হলেন। সে হাজীগঞ্জ পৌরসভার বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসায় গেল বছরের জুলাই মাসে ভর্তি হন। মাত্র সাত মাস সময়ে তারেক কোরআনে হাফেজ হবার কৃতিত্ব অর্জন করেন।

তার বাবা সৌদি প্রবাসী সুমন খান। মা নাজমা বেগম। দুই ভাই এক বোন। বোন তেলিসাইর গ্রামের একটি মাদ্রাসায় পড়ছে।

হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশে ও মিডওয়ে হাসপাতালের বিপরীত পাশে মীম টাওয়ারে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ। তিনি জানান, ১৮ জন শিক্ষক ও ১৮০ জন ছাত্র নিয়ে এই মাদ্রাসাটি। তারেক অল্প সময়ে কোরআনে হাফেজ হওয়ায় তিনি গর্বিত।

কোরআনে হাফেজ হতে পেরে নাজমুল হাসান তারেক সবার দোয়া কামনা করে বলেন, স্বপ্ন ছিল কোরআনে হাফেজ হবার। আল্লাহ তাকে হাফেজ করেছেন। তাতে স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেন।

শেয়ার