Top
সর্বশেষ

জবিতে ‘এমইডিএম’ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৩১ জুলাই, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
জবিতে ‘এমইডিএম’ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ‘মাস্টার্স ইন এনভারনমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ (এমইডিএম) এর সামার সেশনের ২০২২ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। 
উক্ত ওরিয়েন্টশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, উক্ত প্রোগ্রামের কোর্স আউটলাইন অত্যন্ত চমৎকার এবং যে কোন প্রফেশনাল শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। উক্ত অনুষ্ঠানের বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। ওরিয়েন্টশন প্রোগ্রামের সভাপতিত্ব করেন এমইডিএম-এর প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীর বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
শেয়ার