Top
সর্বশেষ

ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে, গাছের সাথে শত্রুতা

৩১ জুলাই, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে, গাছের সাথে শত্রুতা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

ইন্দুরকানীতে কৃষকের গাছের সাথে শত্রুতা পিরোজপুরের ইন্দুরকানীতে জমি বিরোধ নিয়ে শত্রুতার জেরে ৭ শতাধিক কলা, পেঁপে ও সুপারী গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

রোববার ভোরে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, পত্তাশী গ্রামের অসহায় কৃষক আঃ ছত্তারে শেখের ছেলে সাব্বির হোসেনের ৩০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের ছিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদীন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিরোধপুর্ন জমিতে ছিদ্দিক শেখ (৬৫) চাচাতো ভাই মাসুদ শেখ (৩৫), বোন আমেনা বেগম (৪০) সহ ১০/১২ জন মিলে সাব্বির হোসেনের লাগানো কলা, পেঁপে ও সুপারী বাগানের সাতশতাধিক গাছ কেটে ফেলেন।

কৃষক সাব্বির হোসেন জানান, আমার ৩০শতাংশ জমির লাগানো কলা, পেঁপে ও সুপারী সহ সাতশতাধিক গাছ ছিদ্দিক শেখ ও মাসুদ সহ তার দলবল নিয়ে কেঁটে ফেলেন। তিনি আরো বলেন আমি এই কৃষি কাজ করে আমার সংসার এবং আমার সন্তানদের লেখাপড়ার খরচ চলে। গাছ কাটায় আমার প্রায় ৪লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি এখন অসহায় হয়ে পরেছি।

অভিযুক্ত ছিদ্দিক শেখ জানান, সাব্বির হোসেন আমার জমি দখল করে কলা, পেঁপে ও সুপারী চাঁষ করেন। দখল মুক্ত করার জন্য আমি গাছ গুলো কেটে ফেলেছি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, গাছ কাটার বিষয় অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার