Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-৭ ব্যাচের মাছের পোনা অবমুক্ত

৩১ জুলাই, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-৭ ব্যাচের মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের আয়োজনে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (৩১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর-নামোনিমগাছি এলাকায় মহানন্দা নদীতে এসব মাছ অবমুক্ত করা হয়।

টানা তৃতীয় বছরের মতো তারা এই মাছ অবমুক্ত করেছে। এর আগে ২০২১ ও ২০২০ সালেও মহানন্দা নদীতে মাছ অবমুক্ত করে এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের চাঁপাইনবাবগঞ্জের যুবকরা। এসময় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প মিলে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রত্যেক বছর মাছ অবমুক্ত করাসহ এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা মিলে চাঁদা তুলে বিভিন্ন দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীর চিকিৎসা খরচ বহন করে। এছাড়াও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইদে অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে পোশাক বিতরণ করা, বর্ণাত্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করে থাকে এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের যুবকরা।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড সদস্য মিনহাজুল ইসলাম বলেন, আমরা সরকারিভাবে মাছ অবমুক্ত করতে দেখে থাকি। কিন্তু এসএসসি ব্যাচের বন্ধুরা মিলে গ্রুপ তৈরি করে চাঁদা তুলে নদীতে মাছ অবমুক্ত করেছে তারা। চমৎকার ব্যতিক্রমী একটি উদ্যোগ। প্রত্যেক বছর এই আয়োজন করে তারা। নিজেদের মাঝে টাকা তুলে এমন কাজ করা সমাজের জন্য অনুকরনীয় বলে মন্তব্য করেন তিনি।

মাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড সদস্য মিনহাজুল ইসলাম, এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের আব্দুল মতিন, মো. সাকিল উর রহমান, জিয়াউল হক জিয়া, হাবিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার