Top
সর্বশেষ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

০১ আগস্ট, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি :

ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সুনামগঞ্জে।

সোমবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন নেতাকর্মীরা।

পরে কালিবাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, জিয়াউর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন প্রমুখ।

শেয়ার