Top
সর্বশেষ

শোক দিবস পালন উপলক্ষে শাল্লা প্রেসক্লাবের প্রস্তুতি সভা

০১ আগস্ট, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
শোক দিবস পালন উপলক্ষে শাল্লা প্রেসক্লাবের প্রস্তুতি সভা
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

বাংলা, বাঙালী ও বাংলাদেশের চিরকালের শোকের মাস আগস্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে শোক দিবস পালন উপলক্ষ্যে শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১ লা আগস্ট সোমবার দুপুর ১২ টায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি উপানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, স্থায়ী সদস্য বাদল চন্দ্র দাস ও সাধারণ সদস্য প্রীতম চন্দ্র দাস।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আজ আমরা স্বাধীনভাবে কলম দিয়ে লিখে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয় স্থানীয় সংবাদকর্মীদের।

পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করারও আহ্বান জানান নেতৃত্ববৃন্দ। শোকাবহ আগস্টের জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার