Top
সর্বশেষ

বাড়ি থেকে পালানো সুনামগঞ্জের দুই ছাত্রী ১১ দিন পর উদ্ধার

০১ আগস্ট, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
বাড়ি থেকে পালানো সুনামগঞ্জের দুই ছাত্রী ১১ দিন পর উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে অভিমানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া দুই ছাত্রীকে ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদের উদ্ধার করা হয়।

দুই ছাত্রীর একজন এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায়। আরেকজন কলেজছাত্রী। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। গত ২১ জুলাই থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এসএসসি পরীক্ষার্থী জানায়, সে মায়ের কাছে মোবাইল কেনার জন্য টাকা চেয়েছিল। টাকা না দিয়ে মারধর করায় মায়ের ওপর অভিমান করে পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় চলে যায়। কলেজ ছাত্রী জানান, তার বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করতে চান না, লেখাপড়া চালিয়ে যেতে চান।

এ কারণে পরিবারের লোকদের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে ফতুল্লায় চলে যান। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ওই দুই ছাত্রী ফতুল্লা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার