Top
সর্বশেষ

শেরপুরে ১০ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান

০১ আগস্ট, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
শেরপুরে ১০ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান

শেরপুর জেলা পরিষদের আয়োজনে ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (১ আগষ্ট) বিকেলে শেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে এ মেধাবৃত্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, বীর মক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।

পরে ২০২১ সালে জেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাবী ২৫৪ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ১৬ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ার