Top
সর্বশেষ

লিভারপুলের টানা ৬৮ ম্যাচের অজেয় যাত্রা থামাল ‘পুঁচকে’ বার্নলি

২২ জানুয়ারি, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
লিভারপুলের টানা ৬৮ ম্যাচের অজেয় যাত্রা থামাল ‘পুঁচকে’ বার্নলি

চলতি মৌসুমটা একদমই ভালো কাটছে না লিভারপুলের। অনেক খারাপের এই মৌসুমে হতাশার শেষ গল্পটাও যেন দেখে ফেলল চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ অ্যানফিল্ড, যেখানে টানা ৬৮ ম্যাচ অজেয় ছিল অলরেডরা, সেখানেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলো তাদের।

সেই হারটাও আবার বড় কোনো দলের বিপক্ষে নয়। তাদের হতাশার এক রাত উপহার দিল ‘পুঁচকে’ বার্নলি। বৃহস্পতিবার রাতে ইয়ুর্গেন ক্লপের দল হেরেছে ১-০ গোল। বার্নলির পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যাশলি বার্নস।

বিস্তারিত আসছে…

শেয়ার