আজ (সোমবার) বিকাল ৫.৩০ মিনিটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কৃষি কনফারেন্স রুমে পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আনিসুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এ সভা শুরু হয় ।
জান্নাতিন নাইম জীবনের সঞ্চালনায় এ সভায় পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টাবৃন্দসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক মারসিফুল আলম রিমন বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রকৃত সত্য উপস্থাপনের মাধ্যমে দেশ ও সমাজ গড়ে তোলার উপর আলোকপাত করেন।
উপদেষ্টামন্ডলীর বক্তব্যে সহকারী অধ্যাপক মমিন উদ্দিন বলেন, “বুনিয়াদি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবনদের গড়ে তুলে সংগঠনের স্থিতিশীলতা বজায় রাখতে হবে তবেই সাংবাদিক সমিতি তার লক্ষ্যে পৌছাতে পারবে”
এছাড়া সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের গতীশীলতা আনয়ন করতে হবে এবং সত্যের সাথে আপোষহীনতার জায়গাটা ধরে রেখেই কাজ করতে হবে। এমনটাই সাংবাদিক সমিতির কাছে প্রত্যাশা”
উল্লেখ্য গত ২৭ জুলাই নবাগত কমিটি গঠনের পর এটিই ছিলো পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম সাধারণ সভা।