Top
সর্বশেষ

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো ১ শিক্ষার্থীর প্রাণ

০২ আগস্ট, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো ১ শিক্ষার্থীর প্রাণ
মিরসরাই,প্রতিনিধিঃ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে নিজামপুর কলেজ এর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির আঘাতে মিশু রানী দেবী (১৮) নিহত হয়।নিহত মিশু নিজামপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে কলেজ যাওয়ার সময় রাস্তার পার হতেই মারা যায়। নিহত মিশু উপজেলার খৈইয়াছড়া এলাকার সূর্য মোহন নাথের মেয়ে। নিহত ছাত্রী সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য যায় তখন চট্টগ্রাম মুখী লেইনে রাস্তা পার হওয়ার সময় নিহত হয়।

চট্টগ্রাম কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ আব্দুল্লাহ জানান দুর্ঘটনা শুনে আমরা একটা টিম পাঠাই । নিহত কলেজ ছাত্রী লাশ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করি।

শেয়ার