Top
সর্বশেষ

শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত

০২ আগস্ট, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের কঠোর অবস্থানের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টায় আন্দোলনরত ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসাইন বলেন, আমাদের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে পদবঞ্চিতদের ব্যাপারে কথা বলবেন। তাই আমরা নওফেল ভাইয়ের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। উনার সাথে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

এর আগে মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকেই ২য় দিনের মতো উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার (১ আগস্ট) রাতে সকাল এ্যাম্বুলেন্স ও সাধারণ পথচারীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে দিলেও মঙ্গলবার সকাল দশটায় আন্দোলনকারীরা জড়ো হয়ে আবারো প্রধান ফটক আটকে দেন।

তাদের এই অবরোধের ফলে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। এছাড়া শিক্ষার্থীবাহী শাটল ট্রেনও বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। যার ফলে শহর থেকে শিক্ষক-শিক্ষার্থী কেউই বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। এতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেরই ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

 

শেয়ার