Top

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু

০২ আগস্ট, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মিরসরাই উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে লরিচাপায় মিশু রাণী দেবী (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর লরিচালক শাহজাহান শেখ (৪৯) ও সহকারী মো. লিমনকে (২৫) আটক করেছে পুলিশ।

মিশু রাণী উপজেলার নিজামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের সূর্য মোহন নাথের মেয়ে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কোহিনুর ইসলাম জানান, সকালে নিজামপুর সরকারি কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগামী লরিচাপায় মিশু রাণীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লরির চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।

অপরদিকে, জেলার বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো উল্টে (টিকটিকি) মো. সাগর (২২) নামে এক কিশোর মারা গেছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নিহত সাগর উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আজ সকালে বোয়ালখালীতে টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার