Top
সর্বশেষ

সাংবাদিক জুয়েলের উপর হামলায় ক্রাবের নিন্দা

০২ আগস্ট, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
সাংবাদিক জুয়েলের উপর হামলায় ক্রাবের নিন্দা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েলের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনে মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালায় ওই প্রতিষ্ঠানের সত্বাধীকারি কাওছার ভুইয়া ও তার সন্ত্রাসী বাহিনী। এসময় ডিবিসির ক্যামেরা পার্সন আজাদ আহমেদকে মারধর, ক্যামেরা ভাংচুর করে ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। পরে ক্যামেরা ফেরত চাইলে কাওছারের ১০/১২ জন সন্ত্রাসী জুয়েল ও আজাদের উপর এলাপাতাড়ি মারপিট চালায়।

এতে তারা দুজনেই মারাত্মক আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ করা হয়েছে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জুয়েলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেওয়ায় সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

 

শেয়ার