ভোলা জেলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। বুধবার (৩ আগষ্ট) সকালে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক মো: মারুফ হাসান এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশে করে যুবদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক মো: মারুফ হাসান এর সঞ্চালনায় জেলা যুবদলের নেতদৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, “আজকে পুলিশ আমার ভাই রহিমকে গুলি করে হত্যা করেছে আগামীতে আমাকেও করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। পুলিশলী নৈরাজ্য বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর
রহিমকে হত্যাকারীদের বিচার এ বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ।”