Top
সর্বশেষ

ফরিদগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

০৪ আগস্ট, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ
ফরিদগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
শিমুল হাছান, ফরিদগঞ্জ প্রতিনিধি :

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ৬ দোকানিকে জরিমানা করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

৩ আগস্ট মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেতা ও থানার এসআই বরকত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ বাজার ও কালির বাজার চৌরাস্তা এলাকায় এবং বাসস্ট্যান্ডএ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার অপরাধে ৬ দোকানিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এসময় ফরিদগঞ্জ একটি হার্ডওয়ার দোকানিকে ১ হাজার টাকা ও ৪ টি চায়ের দোকানিকে ২শত টাকা করে ৮ শত টাকা এবং ১টি ফলের দোকানিকে ৩ শত টাকা সহ মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার