Top
সর্বশেষ

খানসামায় শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

০৪ আগস্ট, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
খানসামায় শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর এবারের আসর সমাপ্ত হয়েছে।

এতে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে রানার্সআপ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে আলোকঝাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ টূর্ণামেন্টে উপজেলার ১৪৩ টি স্কুল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম(পাকেরহাট)- এ দুই বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ওসি চিত্তরঞ্জন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএমএ মান্নান, অনুপম তুষার, সাখাওয়াত হোসেন, মোতালেব হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং সুধীজন।

শেয়ার