Top

মধ্যনগর ভারতীয় মদসহ আটক ১

০৪ আগস্ট, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
মধ্যনগর ভারতীয় মদসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি :

মধ্যনগর উপজেলায় ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ মানিক চান (২১)নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলা কলতাপাড়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, অভিযান চালিয়ে মধ্যনগর থানার এসআই মির্জা মাহমুদুল করীম ও আব্দুল আজীমের নেতৃত্বে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে মানিক চান (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদক নিয়ন্ত্রণ বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার