Top
সর্বশেষ

সাত দফা দাবি সহ জাবিতে ছাত্রীদের অবস্থান কর্মসূচী

০৫ আগস্ট, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
সাত দফা দাবি সহ জাবিতে ছাত্রীদের অবস্থান কর্মসূচী
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যান্টিনের খাবারের মান এবং হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি সহ সাত দফা দাবিতে নওয়াব ফয়জুন্নেসা হলের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীদের দাবি, বারবার আশ্বাস দেওয়ার পরেও ক্যান্টিনের খাবারের সমস্যার জন্য হল প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।

বৃহস্পতিবার (৪ আগষ্ট ) সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারো ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচীতে নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী শ্রাবণী আক্তার বলেন, ‘বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার পরেও হল প্রশাসন হলের ক্যান্টিনের খাবারের মানের সমস্যার সমাধান করছে না। প্রাধ্যক্ষকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেন না উল্টো ব্লক করে রাখেন শিক্ষার্থীদের নাম্বার।

অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করা একাধিক শিক্ষার্থী জানান হল প্রাধ্যক্ষ্য হলে ফিস্টের প্রোগ্রাম ছাড়া আর কখনো আসেন না। হল প্রাধ্যক্ষ পুরুষ না মহিলা ওটাই আমরা জানিনা। একটা সিগনেচার নিতে হলে সপ্তাহের মতো সময় লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াব ফয়জুন্নেসা হলের এক ছাত্রলীগ কর্মী জানান, গত পাঁচ বছরে প্রাধ্যক্ষকে কখনো শিক্ষার্থীদের পাশে পাইনি। কোন সমস্যার জন্য উনাকে কল দিলেই নাম্বার ব্লক করে রাখেন।আজকে কল দিয়েছিলাম উনি বলছেন আমরা যারা ছাত্রলীগ করি তারা যেনো ব্যাপারটা সমাধান করার চেষ্টা করি । উনাকে কোন সমস্যার কথা জানালেই উনি বলেন লিখিত অভিযোগ দিতে।

এই বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা হলের ওয়ার্ডেন অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বলেন, আমি সমস্যার কথা যখনই শুনেছি তখন চলে এসেছি । শিক্ষার্থীদের দাবি প্রাধ্যক্ষ ম্যাডামকে আসতে হবে। আমরা জেনেছি উনি অসুস্থ। বার বার ফোন কল দিয়ে প্রাধ্যক্ষ ম্যাডামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন,শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনলাম, শিক্ষার্থীদের ফোন কল প্রাধ্যক্ষের না ধরা, নাম্বার ব্লক করে দেওয়া খুবই বাজে কাজ। এ ব্যাপার নিয়ে আমরা প্রাধ্যক্ষের সাথে আলোচনা করবো৷ যদি মনে হয় এই প্রাধ্যক্ষ দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না তাহলে তো তার দায়িত্বে থাকার মানে হয় না । শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো।

 

ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও নওয়াব ফয়জুন্নেসার প্রাধ্যক্ষ অধ্যাপক নাহিদ হকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

শেয়ার