Top

শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিনে টাঙ্গাইলে ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

০৫ আগস্ট, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিনে টাঙ্গাইলে ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন
হাসান সিকদার, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিনে টাঙ্গাইলে ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রসাশক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে শেখ কামালের ম্যুরালটি নির্মিত হচ্ছে।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে একই স্থানে অতিথিরা শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

শেয়ার