Top

ছয় বছর পর প্রসূতিদের সিজারসহ সার্জারি বিভাগ চালু করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০৫ আগস্ট, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
ছয় বছর পর প্রসূতিদের সিজারসহ সার্জারি বিভাগ চালু করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

স্বাস্থ্য সেবায় এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সারাদেশে ৪৫৮ টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবায় সেরা শতকের মধ্যে উর্ত্তীণ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ৫০ টি সেরা হাসপাতালের মধ্যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেখতে চান স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা।

তিনি যোগদানের পর উপজেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের দেয়া চিকিৎসা সেবার শতভাগ বাস্তবায়ন করতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। বিগত ছয় বছর ধরে হাসপাতালটিতে সার্জারি বিভাগ বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে হাসপাতালে সিজারসহ নানান ধরণের অপারেশন কার্যক্রমের প্রস্ততি নিয়েছেন তিনি।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী বিভাগের চিকিৎসক হাসপাতালে সিজার, টিউমারসহ বিভিন্ন অপারেশনের প্রস্তুতি রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, ছয় বছর পর হাসপতালের সার্জারী বিভাগ চুল করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সার্জারী বিভাগের সবকটি অপারেশন করানো সম্ভব হবে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এম্বুলেন্স চালক না থাকায় রোগীরা এম্বুল্যন্স সেবা থেকে বঞ্জিত ছিলেন। এখন হাসপাতালে এম্বুল্যন্স চালক রয়েছেন। এছাড়াও ডায়াবেটিস ও নানান রোগের রোগীর জন্য আরো সুখবর নিয়ে আসছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শেয়ার