Top
সর্বশেষ

নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

০৫ আগস্ট, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর। বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার পাতলা বাড়ির আমির হোসেনের মেয়ে আফরোজা আক্তার মিশুর বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।

স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর শুনে রাতে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর। এ সময় তিনি বাল্যবিয়ে বন্ধ করে আফরোজা আক্তার মিশুর হাতে একটি বই তুলে দেন। পাশাপাশি তিনি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিয়ে না দেওয়ার সিদ্ধান্তে তার বাবা ও মায়ের মৌখিক অঙ্গিকারনামা নেন।

এ ছাড়াও প্রকাশ্যে বা গোপনে এই বিয়ে যেন না হয়, সেজন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারীকে বিষয়টি দেখা-শুনার দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কনে একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়িতে যান। পরে কনে ও তার বাবা-মায়ের সাথে কথা বলে এই বিয়ে বন্ধ করি। তিনি বলেন, অগোচরে এ বিয়ে হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার