শেরপুরের শ্রীবরদী উপজে ৭৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। ৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার কুরুয়া এলাকার আবুল কাশেম তালুকদারের ছেলে মোঃ রুহুল আমিন (৩২) ও ভারেরা এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. বিল্লাল হোসেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সামনে অভিযান চালায়। এসময় পাকা রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন ও মো. বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।