Top

জয়নগরে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

০৫ আগস্ট, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
জয়নগরে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগরে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ফ্রান্স ভিত্তিক সংগঠন স্বরলিপি শিল্পিগোষ্ঠী। শুক্রবার বিকেলে মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে শতাধিক বন্যা দুর্গতদের মাঝে এসব আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জয়নাল আবেদীন। 

সাংবাদিক জসিম উদ্দিনের পরিচালনায় ও প্রধান শিক্ষক লিলু মিয়ার সভাপতিত্বে ত্রান বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শওকত আকবর ফাউন্ডেশনের সভাপতি আশিক নুর।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি বলেন, ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষের ঘর-বাড়ি, গবাদী পশু, আসবাবপত্র ও রান্নাবান্নার উপকরণসহ বিপুল পরিমান ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে স্বরলিপি সংগঠনের এমন মহতি উদ্যোগ প্রশংসনীয়।

তাদের মত দুর্গতদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এর আগে সংগঠনটি জয়নগর এলাকার প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ঔষধ প্রদান করা হয়েছে।

শেয়ার