Top

খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ব্রীজ এর ঢালাই উদ্বোধন

০৬ আগস্ট, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনার আওতায়  ব্রীজ এর ঢালাই উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত ত্রানের বীজের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের চন্ডীপাড়ায় ব্রীজ এর ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপ সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব প্রমুখ।

উপজেলা প্রকৌশল অফিস জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনের ১২ ফুট লম্বা এই ব্রীজ ৩৬ লক্ষ টাকায় নির্মিত হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ব্রীজ না থাকায় এই এলাকার মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। এই ব্রীজ নির্মান হওয়ায় উপজেলার এই এলাকার মানুুষের যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।

শেয়ার