দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল) দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা শাখা।
শনিবার (৬ আগস্ট) রাতে সরকার কর্তৃক সকল ধরণের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাত আটটায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মশাল হাতে মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।
এ মশাল মিছিলে কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, পেশাজীবি সংগঠনের আহবায়ক শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, কামরুজ্জামান, ইসমাইল হোসেন, আবু সাঈদ, মিজান, সুজন, আবু সুফিয়ান, নাইম হাসান, সাইদুল ইসলামসহ বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা, শ্রীবরদী, ঝিনাইগাতী,নালিতাবাড়ী এবং নকলা শাখার অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।