Top
সর্বশেষ

এনটিভির সাংবাদিক নোমানকে হুমকির ঘটনায় থানায় থানায় জিডি, সাংবাদিকদের ক্ষোভ

০৭ আগস্ট, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
এনটিভির সাংবাদিক নোমানকে হুমকির ঘটনায় থানায় থানায় জিডি, সাংবাদিকদের ক্ষোভ

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার এম এ নোমানকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ী থানায় রবিবার জিডিটি করেন নোমান।

জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে তার মুঠোফোনে ০১৯৮৬০৪৩২৩১ থেকে কল আসে। রিসিভ করতেই তাকে হুমকি-ধামকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে বলা হয়, ‘তোর হাড়গোড় গুঁড়া করে ফেলব। তুই বাসা থেকে বের হবি তো, তখন বুঝবি।

সাংবাদিক নোমান ওই ব্যক্তির কাছে হুমকি দেয়ার কারণ এবং পরিচয় জানতে চান।

কিন্তু, হুমকিদাতা পরিচয় গোপন রেখে আরও উত্তেজিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘সময়মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি, আমি কে।’ এরপর লাইন কেটে দেন।

সাংবাদিক নোমান বলেন, এমন হুমকি পাওয়ার পর তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি থানায় জিডি করেছেন।

এদিকে এনটিভির সাংবাদিক এম এ নোমানকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

হুমকির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এ বিষয়ে তৎপর হবে বলে বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সাংবাদিক নোমান ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য।

শেয়ার