ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে লিটারে ১৩০ মি.লি. পেট্রোল কম দেয়ায় একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। টাকার হিসাবে প্রতি লিটারে ৯ টাকার ট্রোল কম দেওয়া হচ্ছিল। এমনি জ্বালানির মূল্য বেশি, তার উপর ওজনে কম দেওয়ায় ক্ষোভ জানান ভোক্তারা।
রোববার ৭ আগস্ট দুপুরে উপজেলার গোগর ইউনিয়নের আব্দুর রহিম ফিলিং স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত অভিযানে এ জরিমানা করা হয়। ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, কয়েকটি পেট্রোল পাম্পসহ সারের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে লিটারে ১৩০ মিলি তেল কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ফিলিং স্টেশনে জরিমানা করা হয়৷ এছাড়াও একই দিনে উপজেলার শুভ ট্রেডার্স নামের একটি সারের দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।