Top
সর্বশেষ

বগুড়ায় নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

০৮ আগস্ট, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
বগুড়ায় নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
বগুড়া প্রতিনিধি :

নানা আয়োজনে বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, সড়ক বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু প্রমুখ।

পুস্পস্তবক অর্পণকালে অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার, নিলুফা ইয়াছমিন, এডিএম সালাহউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক দুলাল হোসেন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আব্দুর রহিম, সিভিল সার্জন ডা. শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুর উপস্থিতিতে অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

পরে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

শেয়ার