Top
সর্বশেষ

হাজীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ৯২ তম জন্মবার্ষিকী পালিত

০৮ আগস্ট, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
হাজীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ৯২ তম জন্মবার্ষিকী পালিত
চাঁদপুর প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার উপকারভোগী সাতজনের মাঝে সেলাই মেশিন বিতরণ ও তিনজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সঞ্চালনায় টেলিকনফারেন্সে বক্তৃতা করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুউদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ।

অতিথিদের বক্তৃতা শেষে উপজেলার বিভিন্ন এলাকার সাত জনকে সাতটি সেলাই মেশিন ও তিনজনকে আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও উপজেলার বিভিন্ন শাখার কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার