Top

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

১০ আগস্ট, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়। সীতাকুণ্ডের সলিমপুরের ওভার ব্রিজের পূর্বপাশে রেল লাইনে বসে গিটার বাজানোর সময় ট্রেনের ধাক্কায় ওমর ফারুক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ফকিরহাট ওভারব্রিজের পূর্ব পার্শ্বে কালুশা সিপাহির বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

জানা যায়, নিহত ফারুক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথায় মারাত্মক জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. জহির বলেন, ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হওয়র খবর পেয়ে আমরা ওই যুবকের বাড়িতে যাই। লাশ চমেক হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি।

অপরদিকে, জেলার হাটহাজারীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মো. শাহাদাৎ (৮)। সে তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারীর আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। জসিম পেশায় একজন দিনমজুর। তিন ছেলের মধ্যে শাহাদাৎ সবার ছোট বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সদর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। পাশাপাশি আজকের এ ঘটনায় এখানে যারা দায়িত্বে ছিল তাদের কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

শেয়ার