Top
সর্বশেষ

ফরিদগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ১

১০ আগস্ট, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ১
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম, সেলিম মিয়া, একরামুল হক, বরকত উল্যাহ, এএসআই মোঃ নাঈম হোসেন, আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চরদুঃখীয়া পশ্চিম (১২নং) ইউনিয়নের লড়াইরচর তফাদার বাড়ির শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৬) এর বসত ঘর তল্লাশি চালিয়ে সাত হাজার পঞ্চাশ (৭০৫০) পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার স্ত্রী তামান্না বেগমকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলের বসতে ঘরে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তার স্ত্রীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার