Top

ভোলায় ঝড়ের কবলে পড়ে জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ৮

১০ আগস্ট, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
ভোলায় ঝড়ের কবলে পড়ে জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ৮
কামরুজ্জামান শাহীন, ভোলা :

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ের তোপে ১৩ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাতে ঢালচরের দক্ষিণ সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলার ডুবির পরপরই অপর জেলে ট্রলার ৫ জেলেকে উদ্ধার করলেও এ সংবাদ লেখা পর্যন্ত ৮ জেলে নিখোঁজ রয়েছেন বলে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার নিশ্চিত করেছেন।

নিখোঁজ ৮ জেলের নাম পরিচয় জানাযায়নি। নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্ধা বলে জানাগেছে।

জেলেদের সূত্রে জানাযায়, ঢালচর ঘাটের ইউসুফ মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। সাগর উত্তাল হওয়ায় ঘাটে ফেরার পথে মঙ্গলবার রাত ৮ টায় দিকে ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। দূর্ঘটনার পরপর খবর পেয়ে সাগরে থাকা অপর জেলেরা নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তান্ডব ও ঢেউয়ের তোপে উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেন। প্রবল স্রোতের টানে ট্রলারসহ অপর ৮ জেলে সাগরে ভেসে গেছে বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, অপর জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির ঘটনা শুনেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ডকে বলা হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিলম্ব হচ্ছে।

 

শেয়ার