Top
সর্বশেষ

জিনেদিন জিদান করোনা আক্রান্ত

২২ জানুয়ারি, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
জিনেদিন জিদান করোনা আক্রান্ত

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের দিনকাল মোটেও ভালো যাচ্ছেনা। এক সপ্তাহের মধ্যে টানা দুই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল। তাতে ভীষণ চাপে পড় গেছেন। এমন অবস্থায় জানতে পেরেছেন, তিনি আবার করোনা পজিটিভ!

শুক্রবার জিদানের করোনা আক্রান্তের খবর জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অথচ একদিন বাদেই লা লিগায় আলাভেসের মুখোমুখি হতে দলের সঙ্গে উড়াল দেওয়ার কথা ছিল তার। যে ম্যাচ দিয়ে অস্বস্তিকর এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্য ছিল ক্লাবটির। কিন্তু কোচের করোনা আক্রান্তের খবর যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়েই এসেছে রিয়াল শিবিরে।

জিদান অবশ্য এই মাসে এর আগেও একবার করোনা আতঙ্কে পড়ে গিয়েছিলেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তাকে নিয়ে সন্দেহ করা হয়েছিল। যে কারণে আইসোলেশনেও ছিলেন। পরে অবশ্য করোনা নেগেটিভ হয়েছিলেন তিনি।

শেয়ার