Top

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রি : বিক্রেতার কারাদণ্ড

১১ আগস্ট, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রি : বিক্রেতার কারাদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধি :

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সারর বিক্রি করার দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের সারের খুচরা বিক্রেতা মো. বাবু (৩৬) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১০ আগস্ট বিকালে সারের বাজার নিয়ন্ত্রণ ওন্রায্যমূল্য নিশ্চিত করার জন্য ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ঐ ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা বাবু নামে এক খুচরা সার ব্যবসায়ীকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার