Top
সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

১১ আগস্ট, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ
জবি প্রতিনিধি :

গুচ্ছ ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ১৩ আগস্ট শনিবার সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করা হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অংশ নিচ্ছে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী।

বাইরের তিনটি উপকেন্দ্র রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে চার হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৬৯৬ জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে তিন হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এসব পরীক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৩ আগস্ট গুচ্ছ মানবিক অনুষদের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (১০ আগস্ট) সিট-কার্ড, ডোরস্টিকারসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র আমরা কেন্দ্রগুলোতে পাঠিয়েছি। পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের সহায়তা দিতে বিএনসিসি রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় এবং পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাহায্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, গত পরীক্ষায় প্রশ্নপত্রের ফন্ট সাইজ নিয়ে কথা উঠেছিল। আমরা এ বিষয়ে সেন্ট্রাল কমিটিকে জানিয়েছি। এছাড়াও পরীক্ষার্থীরা এবার কোনো প্রকার মোবাইল, ঘড়ি, ডিভাইস নিয়ে যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ নির্দেশনা দেওয়া আছে।

 

বিপি/এমএইচ

শেয়ার