Top
সর্বশেষ

জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন কাল, তিন পক্ষের প্রার্থী ৯ জন

১১ আগস্ট, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন কাল, তিন পক্ষের প্রার্থী ৯ জন
জাবি প্রতিনিধি :

আগামীকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনটি পক্ষ থেকে নয়জনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই তিনটি পক্ষই আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে একটি পক্ষ অংশ নিচ্ছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির নেতৃত্বে অন্য দুইটি পক্ষ নির্বাচনে অংশ নেবেন।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশেষ সিনেট অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজনের নামের তালিকা চ্যান্সেলরের কাছে পাঠানো হবে। যাদের মধ্যে থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন তিনি।

উপাচার্য অধ্যাপক নূরুল আলম সমর্থিত প্যানেলে তার সঙ্গে নির্বাচনে অংশ নেবেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

আর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের পক্ষ থেকে সাবেক উপ-উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়। অধ্যাপক আমির হোসেনের সঙ্গে এ প্যানেলে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।

অন্যদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশের পক্ষ থেকে আরো একটি প্যানেলে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, আমাদের প্যানেলের পক্ষ থেকে সিনেটরদের সহযোগিতা কামনা করছি। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী। তারই ধারায় উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। কালকের নির্বাচনের জন্য সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

আরেক প্যানেলের নেতৃত্ব দেয়া অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজ করার লক্ষে আমরা প্যানেল ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়ার লক্ষেই আমরা নির্বাচনে এসেছি। নির্বাচিত হলে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবো। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সিনেটরদের সমর্থন প্রত্যাশা করছি।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, নির্বাচিত হলে ছাত্ররা যাতে সর্বোচ্চ সুবিধা পায় এ বিষয়গুলো আমরা দেখবো। সিনেটরদের প্রতি আহ্বান, এমন কাউকে নির্বাচন করুন যিনি ছাত্রদের কল্যাণে কাজ করতে পারে। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কাজ করার সুযোগ পেলে নিজের প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখে কাজ করবো।

শেয়ার