Top
সর্বশেষ

পান্থপথে চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার: মূলহোতা গ্রেপ্তার

১১ আগস্ট, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
পান্থপথে চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার: মূলহোতা গ্রেপ্তার

চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ডের মূল হোতা মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এর আগে বুধবার (১০ আগস্ট) রাতে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন তিনি।

এ বিষয়ে বুধবার রাতে কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম জানান, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুজন।

বিপি/এসএ

শেয়ার