Top
সর্বশেষ

ভোলার শশীভূষণ বাজারে দূর্ধর্ষ চুরি

১২ আগস্ট, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
ভোলার শশীভূষণ বাজারে দূর্ধর্ষ চুরি
কামরুজ্জামান শাহীন, ভোলা :

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের সদর রোডে জমাদার স্যানিটারী এন্ড টাইলস হাউজে দূর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা জমাদার স্যানিটারী এন্ড টাইলস হাউজ থেকে ২৫টি মটর ও ভিআইপি স্যানিটারী মালামালসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

এঘটনায় দোকান মালিক মো. জামাল জমাদার শশীভূষণ থানায় একটি অভিযোগ করেছেন। দোকান মালিক জামাল জমাদার জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শুক্রবার সকাল ৮ টার দিকে কাজের ছেলে সবুজ দোকান খুলে দেখেন পিছনের দরজা খোলা দোকানে অধিকাংশ মালামাল নেই।

খবর শুনে দোকানে এসে দেখি চোরেরা ২৫টি মটর, ভিআইপি স্যানিটারী মালামাল নিয়ে গেছে। ধারনা করছি চোরেরা রাতের কোন এক সময় দোকানের পেছনের দরজার নিচের ওয়াল ভেঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

শশীভূষণ বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন, বাজার থেকে প্রায় ১ কিলোমিটার থানা ভবনের দূরত্ব, এছাড়া বাজারে তিনজন পাহারাদার রয়েছে তার পরও সদর রোডে কি করে এমন চুরির ঘটনা ঘটলো? শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

শেয়ার