Top
সর্বশেষ

তিন মিনিটের ঝড়ে নেইমারদের বড় জয়

২৩ জানুয়ারি, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
তিন মিনিটের ঝড়ে নেইমারদের বড় জয়

মৌসুমের শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে মপলিয়েরের বিপক্ষে বড় জয়ে তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দলের তিন ফরোয়ার্ড নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপে ও মাউরো ইকার্দির তিন মিনিটের ঝড়ে মিলেছে ৪-০ গোলের বড় জয়। প্রথমার্ধে মাত্র এক গোলের পর, দ্বিতীয়ার্ধের সেই ঝড়েই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

ম্যাচের শুরুর দিকেই পিএসজির কাজ সহজ করে দিয়েছেন মপলিয়ের গোলরক্ষক জোনাস অমলিন। ১৯ মিনিটের সময় ডি-বক্সের বাইরে বেরিয়ে এমবাপেকে ফাউল করেন তিনি। রেফারি প্রথমে দেখান হলুদ কার্ড। পরে ভিএআর (ভিডিও এসিস্ট্যান্ট রেফারি) দেখে সিদ্ধান্ত জানান সরাসরি লাল কার্ডের।

যার ফলে ম্যাচের ৭০ মিনিট একজন বেশি নিয়েই খেলতে পেরেছে পিএসজি। যার সুফল মিলেছে দ্বিতীয়ার্ধে গিয়ে। প্রথমার্ধে দলকে প্রথম লিড এনে দেয়া গোলটি করেছিলেন এমবাপে। ৩৪ মিনিটের মাথায় অ্যাঞ্জেলো ডি মারিয়ার বাড়ানো বল ধরে আলতো চিপে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরাসি তরুণ।

প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটেও মেলেনি গোলের দেখা। তবে ম্যাচের ৬০ থেকে ৬৩ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল পায় পিএসজি। প্রথমে ৬০ মিনিটের সময় এমবাপের বাড়ানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরের মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মাউরো ইকার্দি।

আর শেষমেশ ৬৩ মিনিটের সময় ম্যাচের শেষ গোলটি করেন এমবাপে। এর খানিক পর লারভিন কুরজাওয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসলে পিএসজির জয়ের ব্যবধান আর বড় হয়নি।

এ পর্যন্ত খেলা ২১ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দুই নম্বরে থাকা অলিম্পিক লিওনের সংগ্রহ ২০ ম্যাচে ৪২ পয়েন্ট। মপলিয়ের ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।

শেয়ার