Top
সর্বশেষ

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

১২ আগস্ট, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি :

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য ও পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নেতাকর্মী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন।

শুক্রবার দুপুর ১২ টায় শহরের পুরাতন বাস্ট্যান্ড থেকে মিছিল বের হলে পুলিশের বাঁধায় খামার খাল এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। এসময় তারা নেতাকর্মীদের হত্যার বিচারের পাশাপাশি দেশের জ্বালানি ও বিদ্যুৎ, নিত্যপণ্যের বাজারেরর অস্থিরতা ফিরিয়ে এনে জনসাধারণের দুর্ভোগে লাগবে সরকারের যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান তারা।

নতুবা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে সোচ্চার থাকার হুশিয়ারি প্রদান করেন বক্তারা। জেলা বিএনপির সাধারণ স¤পাদক নুরুল ইসলাম
নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি নাদির আহমদ, মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম এডভোকেট শেনেনুর আলী, রেজাউল করিম, আবুল মনসুর শওকত, আনছার আলী, আনিসুল হক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম স¤পাদক নাছির উদ্দিন লালা, নূর হোসেন, জুনাব আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস, জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান স্বপন, সাধারণ স¤পাদক মোনাজির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তারেক প্রমুখ।

শেয়ার