Top
সর্বশেষ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

১২ আগস্ট, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

জ্বালানি তেলসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি লোডশেডিং ও ভোলায় বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে প্রতিবাদে শেরপু‌রে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১২ আগস্ট শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিক্ষোভ মিছিল শেষে শহরের রঘুনাথবাজার এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলীপ্রমুখ।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিং হওয়াতে সরকারের সামালোচনা করেন। তারা বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার লোভে মানুষকে নির্যাতন করে টিকে আছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচন কালিন সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এর আগে জেলার পাঁচ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে রঘুনাথবাজার এলাকায় জড়ো হন। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

 

শেয়ার