Top
সর্বশেষ

সালথায় দুই শিক্ষক সমিতির গ্রুপিংয়ের অবসান: নতুন সভাপতি মঈনুল সম্পাদক জাহিদ

১২ আগস্ট, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
সালথায় দুই শিক্ষক সমিতির গ্রুপিংয়ের অবসান: নতুন সভাপতি মঈনুল সম্পাদক জাহিদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় দীর্ঘ আট বছর পর বিবাদমান দুটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভেঙ্গে একটি নতুন কমিটি ঘোষণাকরা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল শিক্ষকের সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়নি।

শুধু সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মো. মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহিদুর রহমান জাহিদের নাম ঘোষণা করেন সভার প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু। সভায় প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হবে।

এরমধ্যে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হলেও বাকিদের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত আট বছর ধরে সালথায় একই নামে দুটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করে কার্যক্রম পরিচালনা করে আসছিল। একটির সভাপতি ছিলেন সৈয়দ নাজমুল হোসেন লিটু ও সাধারণ সম্পাদক ছিলেন মো. জাহিদুর রহমান জাহিদ। আরেকটির সভাপতি ছিলেন মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ছিলেন মো. মঈনুল ইসলাম। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা দুটি ভাগে বিভক্ত হয়ে মাঝে মাঝেই বিরোধে জড়িয়ে পড়তেন। উপজেলা শিক্ষা অফিসও তাদের কার্যক্রমে বিব্রত হয়ে পড়তেন।

অবশেষে তাদের গ্রুপিং আর বিরোধের অবসান হয়েছে। তারা এখন সকলে এক হয়ে একটি কমিটির গঠন করে শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করবেন বলে
প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষকরা।

 

শেয়ার