Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

যশোরে মার্কিন ডলারসহ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

২৩ জানুয়ারি, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
যশোরে মার্কিন ডলারসহ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি :

যশোর শহরের হামিদপুর এলাকা থেকে ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলারসহ ৪ আন্তর্জাতিক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি এ তথ্য জানায়।

আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে মিঠু মন্ডল ২৭, ছোটআঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম ২৩, যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত ৩৮ ও নওদাগ্রাম এলাকার তোরাব আলীর ছেলে রাকিবুল ইসলাম সাগর ২০।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বেনাপোল থেকে ৪ আন্তর্জাতিক হুন্ডি ব্যবসায়ী বিপুল সংখ্যক ডলার নিয়ে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে নামার খবর পেয়ে বিজিবির একটি টিম অভিযান চালালে তারা পালানো চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার ইউএস ডলার করে মোট ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যার মূল্যমান ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা। আটককৃতরা জানায় তারা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। ওই চোরাচালানের অর্থই তারা বহন করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার